Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরে টিসিবির ডিলারদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টিসিবির ডিলারদের বিরুদ্ধে স্বাস্থ্যবিধি না মেনে স্বজনপ্রীতির মাধ্যমে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার বেলা ২টার দিকে এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় ক্রেতাদের সাথে বাকবিতন্ডা হয়েছে। এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া খাতুন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ডিলারকে সতর্ক করেন।
জানা যায়, করোনা পরিস্থিতির বিরুদ্ধে সরকার টিসিবি পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন জেলায় ডিলার নিয়োগ দেয়া হয়। হবিগঞ্জ শহরের ডিলার সুমন কান্তি রায় ও দলিল কান্তি রায় প্রায়ই তাদের পরিচিত লোকদেরকে পণ্য সরবরাহ করে থাকেন। ক্রেতাদের অভিযোগ তাদের কাছ থেকে সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত সহ ওজনে কম দেয়া হয়। এ ছাড়া তেল, চিনি, ডাল ভিন্ন পথে বিক্রি করারও অভিযোগ রয়েছে। গতকাল রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিমতলায় সারিবদ্ধভাবে নারী পুরুষ পণ্য নিতে লাইনে দাড়িয়ে আছেন। কিন্তু ডিলার সুমন ও দলিল সিরিয়াল ভঙ্গ করে তাদের পছন্দের লোকদের পণ্য দিয়ে দিচ্ছেন। এতে করে লাইনে দাড়ানো লোকদের সাথে তার বাকবিতন্ডা হয়। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট এসে তাদেরকে সতর্ক করে দেন। এ বিষয়ে হবিগঞ্জের এনডিসি মোহাম্মদ জহুর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম অভিযোগ আরও এসেছে। যদি কোনো ডিলার এমন করে তাহলে অবশ্যই ডিলারশীপ বাতিলসহ ব্যবস্থা নেয়া হবে।