Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য উন্মুক্ত লটারি

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে খাদ্যগুদামে বারো ধান কেনার লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ২ টায় উপজেলা সভাকক্ষে লটারি অনুষ্ঠিত হয়। চলতি মওসুমে উপজেলার ৬টি ইউনিয়নের ১০৭১ জন কার্ডধারী কৃষকে লটারির মাধ্যমে নির্বাচিত করে। প্রত্যেক কৃষক এক টন করে ধান খাদ্যগুদামে বিক্রি করতে পারবে। কৃষকদের কাছ থেকে ১০৭১ মেট্টিন টন ধান ক্রয় করবে সরকার। এ সময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং,উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নজির মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্যগুদাম আশীষ কুমার সরকার, উপজেলা খাদ্য পরিদর্শক হুসনা আক্তার ও সাংবাদিক বৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বলেন, ‘প্রকৃত কৃষক যেন সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। লটারিতে স্থানীয় কৃষক প্রতিনিধিসহ উপজেলা প্রশাসন কৃষি বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।