Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুুরের জোড়া খুন মামলায় ২৩ জন জেলে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের ধর্মঘর বাজারে জল মহালের টেন্ডার দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামীলীগ, যুবলীগের ২৩ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে বিজ্ঞ বিচারক। গতকাল বৃহস্পতিবার আওয়ামীলীগ নেতা মিজবাউল বর পলাশসহ ২৩ জন হবিগঞ্জ কোর্ডে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের আইনজীবিদের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
জলমহালের টেন্ডার জমা দেয়া নিয়ে উপজেলার ধর্মঘর বাজারের গত ১৩ এপ্রিল রাতে নেতা মেজবাউল বর ফরাশের গ্র“পের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।র দু’দিকে বি-বাদমান দু’ গ্রুপের শত শত নেতাকর্মী অস্ত্র শস্ত্র নিয়ে জড়ো হতে থাকে। রাত প্রায় সাড়ে ৮টার দিকে উভয় গ্র“পের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিজনগর গ্রামের রুক মিয়ার ছেলে ধর্মঘর কলেজের একাদশ শ্রেণী ছাত্র সোহেল মিয়া নিহত হয়। এবং গুলিবিদ্ধ আঃ জাহের ওরপে কালা মিয়া চিকিৎসাধিন অবস্থায় পর দিন ১৪ এপ্রিল মারা যান। এ ঘটনায় কালা মিয়ার ছেলে আকছির মিয়া বাদী হয়ে আওয়ামীলীগ নেতা মিজবাউল বর পলাশ, লোকমান ভুইয়াসহ ২৮জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে। ওই মামলার আসামী হিসাবে ২৩ জন কোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নিদের্শ প্রদান করেন।