Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে যুবকের ১০ মাস ১০ দিনের কারাদন্ড

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে সুলতান মিয়া (২৬) নামে এক বখাটেকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন। সুলতান মিয়া (২৬) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে। জানা যায়- বৃহস্পতিবারের দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামের জনৈক কৃষক তার কিশোরী কন্যাকে ঘরে রেখে স্থানীয় হাওড়ে ধান কাটতে যান। এ সময় ওই কৃষকের কিশোরী কন্যা মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নিকটবর্তী একটি টিউবওয়েলে পানি আনতে যায় । তখন স্থানীয় মৎস ফিশারি শ্রমিক সুলতান মিয়া পরিবারের সকলের অগোচরে পঞ্চম শ্রেণীতে পড়-য়া ওই জনৈক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় কিশোরীর আত্ম-চিৎকারে আশপাশের লোকজন গিয়ে এসে বখাটে সুলতান মিয়াকে আটক করেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ও নবীগঞ্জ থানার এসআই অমিতাভ তালুকদারসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে বখাটে সুলতান মিয়াকে দ-বিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ১০ মাস ১০দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।