Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অলিপুর এলাকায় রাসেল মার্কেটে হামলা ॥ ফুরকান আলী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় এন. এম ফজলে রাব্বী রাসেলের মালিকানাধিন রাসেল মার্কেটে সৈয়দ ফুরকান আলীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। পুলিশ এ হামলার ঘটনায় পুলিশ সৈয়দ ফুরকান আলীকে গ্রেফতার করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার মার্কেটের দোকান মালিকরা দোকান খুলে তাদের ব্যবসা চালিয়ে আসছিল। এরই মাঝে দুপুরে ফুরকান আলী ও তার লোকজন মার্কেটে প্রবেশ করে ব্যবসায়ীদের মারধোর করে দোকান থেকে বের করে ভাংচুর এবং তাদের নিকট চাঁদা দাবী করে। ব্যবসায়ীরা চাদা দিতে অনীহা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ফুরকান আলী ও তার লোকজন মার্কেটের দোকানের মালামাল ও টাকা পয়সা লুটপাট করে। এ ঘটনায় রাসেল মার্কেটে স্বত্ত্বাধিকারী ফজলে রাব্বী রাসেল শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় হামলার নেতৃত্বদানকারী সৈয়দ ফুরকান আলীকে গ্রেফতার করে। শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের ছমির আলীর ছেলে। এব্যাপারে ফুরকান আলীকে প্রধান আসামী করে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি একই অভিযোগে ফুরকান আলীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। কিন্তু পরবর্তীতে ফুরকান আলী আর কোন দিন সে বা তার কোন লোকজন রাসেল মার্কেটে কোন প্রকার চাদা দাবী, হামলা বা মার্কেটে প্রবেশ করবে না বলে মুচলেখা দিয়ে ছাড়া পায়।