Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে টাওয়ার ইউটিলিটি এনার্জি কল সেন্টারের উদ্বোধন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ইংল্যান্ডে অবস্থানরত বাংলাদেশীসহ সকল নাগরিকের গ্যাস ও বিদ্যুৎ সংক্রান্ত নানা সুবিধা প্রদানের অঙ্গীকার নিয়ে নবীগঞ্জে টাওয়ার ইউটিলিটি নামের একটি এনার্জি কল সেন্টারের যাত্রা শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ফিতা কেটে কল সেন্টারের শুভ উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। এর আগে কল সেন্টারটি পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ নাজমা বেগম।
উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামের বাসিন্দা মৃত ধলাই মিয়া চৌধুরীর পুত্র ইংল্যান্ড প্রবাসী তরুণ রেস্টুরেন্ট ব্যবসায়ী হেলাল আহমদ চৌধুরী ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশীসহ সকল নাগরিকের জন্য এনার্জি কোম্পানী টাওয়ার ইউটিলিটির মাধ্যমে স্বল্প ব্যায়ে মানুষের সেবা দিতে প্রথমে ইংল্যান্ডের লন্ডনে একটি কল সেন্টার চালু করেন। এতে সুবিধা ভোগীদের বিপুল সাড়া পেয়ে উৎসাহিত হন তিনি। ইংল্যন্ডের সারে এলাকায় বসবাসরত হেলাল আহমদ চৌধুরী পরে পাকিস্তানের ফয়সলাবাদে অপর একটি শাখা খোলেন। ইংল্যান্ড ও পাকিস্তানে সফলতার সাথে টাওয়ার ইউটিলিটি কল সেন্টার নাগরিকদের সেবা দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি জন্মভূমি নবীগঞ্জ শহরের ভিআইপি রোডে তার নিজস্ব ভবনে ৩য় শাখা চালু করলেন। নবীগঞ্জে চালু হওয়া টাওয়ার ইউটিলিটি কল সেন্টারে বর্তমানে ৮জন বেকার যুবক ও যুব মহিলা কাজ করবেন। কর্মির সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন উদ্যোক্তা ও স্বত্ত্বাধিকারী হেলাল আহমদ চৌধুরী। উল্লেখিত টাওয়ার এনার্জি কল সেন্টার বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। হেলাল আহমদ চৌধুরী ইংল্যান্ডে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।