Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের চিড়াকান্দি এলাকায় সংঘর্ষের ঘটনায় মামলা-পাল্টা মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় দুই দলের সংঘর্ষের ঘটনায় মামলা-পাল্টা মামলা হয়েছে। গত ২৪ এপ্রিল শনিবার রাতে সদর থানায় যুবলীগ নেতা মোঃ আলম মিয়া বাদি হয়ে একটি, অপরদিকে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত বাদি হয়ে অপর একটি মামলা দায়ের করেন। সদর থানার ওসি মাসুক আলী উভয়পক্ষের মামলা রুজু করেন। যুবলীগ নেতা আলমের মামলায় আসামিরা হলেন, সুশান্ত দাশ গুপ্ত, শুভ দাস গুপ্ত, খায়রুল ইসলাম সাব্বির, রাসু দাস গুপ্ত, ইউসুফ মিয়া, মোফাজ্জল হোসেন সজিব, সুমন্ত দাশ গুপ্ত তনু, সুমন দাস হরি, উজ্জ্বল দাস চিনু, রুবেল তালুকদার, মেহেদী হাসান, মনসুর আহমেদ, মানিক দাস, আহসানুল হক সুজাসহ অজ্ঞাত ১৫-২০ জন। অপরদিকে সুশান্ত দাশের মামলার আসামিরা হলেন, ফরহাদ হোসেন কলি, এনামুল হক চৌধুরী, নাজমুল হোসেন আনার, ফজলে রাব্বী রাসেল, মহিবুর রহমান মাহি, সবুজ মিয়া, মঈনুদ্দিন চৌধুরী সুমন, সামছু মিয়া, সাইদুর রহমান, সিরাজুল ইসলাম শান্ত, ইসতিয়াক রাজ চৌধুরী, শাহ আরজু মিয়া, সাব্বির আহমেদ রনি, ফয়জুর রহমান রবিন, সেবুল মিয়া, ধ্রুবজোতি দাশ টিটু, বিপ্লব রায় সুজন, মাহবুবুর রহমান মোহন, পংকজ কান্তি দাশ পল্লব, কৌশিক আচার্য্য পায়েল, উৎপল রায়, সাবাজ মিয়া, হামিদুর রহমান জুনু, ফারুক মিয়া, তারেক মিয়া প্রমুখ। প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল শহরের চিড়াকান্দি এলাকায় দুই দল লোকের মাঝে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে উভয়পক্ষকে আসামি করে একটি পুলিশ এসল্ট মামলা করে। এ মামলায় উভয়পক্ষের দুইজনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়।