Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা যুবলীগ (সনাতনী অংশ) এর সভায় ॥ সুশান্তের অবৈধ অস্ত্র উদ্ধার ও তাকে আইনের আওতায় আনার দাবি

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হবিগঞ্জ জেলা যুবলীগ (সনাতনী অংশ) এর এক সভা শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি যথাক্রমে সজল রায়, গৌতম কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সুবল গোপ, সাংস্কৃতিক সম্পাদক বিপুল রায়, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ পিন্টু আচার্য্য, আইন বিষয়ক সম্পাদক দেবাংশু দাশ গুপ্ত রাজু, সহ-দপ্তর সম্পাদক ধ্রুব জ্যোতি দাশ টিটু, সহ-সম্পাদক শান্তনু দাশ অলক, সদস্য শেফাল বণিক, স্বপন মজুমদার, শ্যামল দাশ, বিপ্লব রায় সুজন প্রমূখ। সভায় বক্তাগণ বলেন, গত ১৯ এপ্রিল শহরের চিড়াকান্দি এলাকায় সংগঠিত অনাকাংখিত ঘটনার নায়ক হলুদ সাংবাদিক সুশান্ত দাশ গুপ্ত। তার ফেসবুক লাইভ ও স্ট্যাটাসই প্রমাণ করে ঘটনার মূল হোতা কে। সুশান্ত দাশ গুপ্ত লাইভে এসে হবিগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়রকে প্রশাসনের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার অবৈধ পিস্তল দিয়ে গুলি ছুড়ে। নেতৃবৃন্দ প্রশাসনের কাছে সুশান্তের অবৈধ অস্ত্রটি উদ্ধার করে তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানান। সনাতন ধর্মাবলম্বী লোকরা সুশান্ত দাশের সকল অপকর্মের ধিক্কার জানান এবং বলেন, সুশান্ত তার ব্যক্তিগত ঝামেলাকে সে সাম্প্রদায়িক ঘটনার মিথ্যা নাটক সাজিয়ে অবৈধ ফায়দা হাসিলের চেষ্টা করছে। তারা সুশান্তের সাজানো কল্পকাহিনীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমরা হবিগঞ্জ শহরে হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে সম্প্রীতি নিয়ে বসবাস করছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলুদ সাংবাদিক মাদকাসক্ত সুশান্ত সম্প্রতি সুন্দর হবিগঞ্জ শহরটাকে নিজ স্বার্থের জন্য সাম্প্রদায়িকতার বিষবাষ্প দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। অত্যন্ত পরিতাপের বিষয় সে সাংসদ সদস্য, পৌর মেয়র ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ হবিগঞ্জের স্বনামধন্য ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে আসছে।’