Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে প্রনোদণার ২২ বস্তা সরকারী বীজ জব্দ ॥ ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় সরকারী ধান বীজ অবৈধ পন্থায় বিক্রি করার উদ্দেশ্যে মজুত করা ২২ বস্তা বীজ ধান জব্দ করেছেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার।
উপজেলা প্রসাশন সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বাহুবল উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল বাজার এলাকায় এস আলম ট্রেডার্স এ অভিযান চালিয়ে সেখান থেকে সরকারী ২২ বস্তা আউশ প্রনোদণার ধান বীজ জব্দ করেন। পরে ঘটনাস্থলেই উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং সরকারী ধান বীজ রাখার অপরাধে অভিযুক্ত এস আলম ট্রেডার্সের এর স্বাধিকারী মোঃ আলম মিয়াকে ২০ হাজার টাকা অর্থদ-ে দন্ডিত করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল আউয়াল। উক্ত অভিযানকালে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার বাজারের সকল ব্যবসায়ী ও উপস্থিত সকলের সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারী আউশ প্রনোদণার ধান বীজ যা বিক্রয় যোগ্য নয়, ভবিষ্যতে কেউ এমন অপরাধে না জড়ানোর জন্য সর্তক করে দেন তিনি।
উল্লেখ্য যে, গত ৩-৪ দিন যাবত উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আউশ মৌসুমের প্রনোদণার হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশের ন্যায় সরকারী সার ও বীজ বিতরণ করা শুরু হয়। গরীব অসহায়দের মাঝে প্রনোদণার সরকারি সার ও বীজ বিতরণের করার জন্য। কিন্তু কিছু অসাধু লোকের চামচামির করে কারণে প্রকৃত কৃষকরা সরকারী সার ও বীজ থেকে বঞ্চিত হচ্ছে এমন খবর পাওয়া যায়। পরে স্থানীয় সংবাদকর্মীরা এমন সংবাদ প্রকাশিত করলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার বলেন, এসব অবৈধ কর্মকান্ডের যে কোন ধরনের তথ্য আমাকে দিন, তথ্য প্রদানকারীর নাম ঠিকানা গোপন থাকবে।