Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

করোনা ভাইরাসের কারণে পেশা বদল হয়েছে রিয়াজ আহমেদের

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রবেশ করতে গিয়ে প্রধান ফটকে দেখা হয় রিয়াজ আহমেদ নামের এক ফল ব্যবসায়ীর সাথে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় এ প্রতিনিধির সাথে রিয়াজ আলাপকালে জানায়, মৌসুমি ফল আনারস। অত্যন্ত সুস্বাদু ফল রমজানে ও গরমে পিপাসা মেটায়। এ ছাড়া এ ফল ফরমালিনমুক্ত। এই ফল খেলে পেট পরিস্কার থাকে এবং জ্বর কমে যায়। সে আরও জানায়, হাসপাতালের পাশে তার একটি চায়ের দোকান ছিল। মহামারী করোনার কারণে তার চায়ের দোকান প্রশাসন তুলে দেয়ায়, স্ত্রী, সন্তানদের নিয়ে বিপাকে পড়ে। তাই আনারস বিক্রি করেই তার সংসার চলছে। প্রতি হালি আনারস ১৮০ থেকে ২শ টাকায় বিক্রি করছে। অনন্তপুরে সে ৩ হাজার টাকা বাসা ভাড়া নিয়ে থাকে। করোনার কারণে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সহায়তা পায়নি। প্রতিদিন আনারস বিক্রি করে ৩/৪শ টাকা আয় করে। এ টাকা দিয়েই সে সংসার চালায়।