Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খোশ আমদেদ মাহে রমজান

স্টাফ রিপোর্টার ॥ আজ ৭ রমজান। মাহে রমজানে দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক শৃঙ্খলা অর্জনের এক অপূর্ব সুযোগ লাভ করে সায়িম বা রোজাদার। দৈহিক ও মানসিক‘ পরিচ্ছন্নতা রূহানী তরক্কী বা আধ্যাত্মিক উন্নয়নের প্রধান শর্ত। এই পরিচ্ছন্নতা লাভের জন্য ইল্মে তাসাওউফ হাসিল করা অত্যন্ত জরুরি। ইসলামে ইল্ম বা বিদ্যা দুই ভাগে বিভক্ত, আর তা হচ্ছে ইলমে জাহির বা প্রকাশ্য বিদ্যা ও ইলমে বাতিন বা গুপ্ত বিদ্যা। ইল্মে জাহিরের অন্তর্ভুক্ত হচ্ছে ইল্মে ফিক্হ। ইল্মে ফিক্হে আইন-কানুন, বিধি-বিধান বিধৃত হয়েছে। কুরআন, হাদীস, ইজ্মা, কিয়াসের মাধ্যমে ইল্মে ফিক্হ সমন্বিত হয়ে শরী’আতকে সুসংহত করেছে। এই শরী’আতকে সমুন্নত রেখে আল্লাহ্র নৈকট্য, সন্তুষ্টি এবং মা’ রিফাত হাসিলের জন্য ইসলামে প্রামাণ্য বিজ্ঞান রয়েছে সেটাই ইল্মে তাসাওউফ’ শরী’আত, তরীকত, হকীকত ও মা’রিফাতের সমন্বয়ে বিন্যাসিত এই তাসাওউফ বিজ্ঞান মূলত সমস্ত ইলমের আকর। এ এক অনন্য বিজ্ঞান। এই বিজ্ঞান অর্জন না করলে মানবিক মূল্যবোধের চূড়ান্ত গুণ অর্জিত হয় না, ইন্সানে কামিল বা পূর্ণ মানব হওয়া যায় না। যারা ইলমে তাসাওউফ অস্বীকার করে কিম্বা বর্জন করে তাদেরকে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলায়হি ফাসিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন: মান তাফাক্কাহা ওয়ালাম ইয়া তাসাওউফ ফাকাদ আফাস্সাকা-যে ব্যক্তি ফিক্হ অনুশীলন করলো আর তাসাওউফ অনুশীলন করলো না সে ফাসিক।
ইলমে তাসাওউফ এমন এক বিজ্ঞান, যা বহু পূর্বেই বিশ্বজগৎ সৃষ্টি রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়েছে। একজন কামিল সুফী মুরাকাবায় মগ্ন হয়ে অনেক রহস্য প্রত্যক্ষ করতে পারেন। দায়রায়ে হকীকতে সওম অনুশীলনের মাধ্যমে সিয়ামের তাৎপর্য প্রত্যক্ষ করা যায় এবং আল্লাহর সামাদিয়াত গুণের নূর দ্বারা নিজেকে নূরানী করা যায়। আল্লাহুস্ সামাদ অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তাঁর মুখাপেক্ষী-এই গুণ সায়িম জীবনে প্রতিফলিত হয় মাহে রমাদানুল মুবারকে মাসব্যাপী সিয়াম পালনের মাধ্যমে।