Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ॥ নামে তাল পুকুর ঘডি ডুবে না!

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস ডাক্তার না থাকায় সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। একজন ডাক্তার নিয়োগ দেয়া হলেও তিনি কখনো হাসপাতালে যাননি। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে সিভিল সার্জনের নিকট অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, উপস্বাস্থ্য কেন্দ্রটি প্রষ্ঠিার পর থেকে এখন পর্যন্ত কোন এমবিবিএস ডাক্তার দায়িত্ব পালন করেন নি। ফলে এলাকার জনগণ সু-চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।
অভিযোগে উল্লেখ করা হয়, উক্ত ইউনিয়নের ৮টি গ্রামসহ পর্শ্ববর্তী এলাকার ২০টি গ্রামের প্রায় ৭০ হাজার মানুষ চিকিৎসা সেবার জন্য ওই হাসপাতালের উপর নির্ভরশীল। প্রায় ৬ মাস পূর্বে ডাঃ আবু কাওছার নামে একজনকে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু এলাকাবাসী ওই ডাক্তারকে কখনো দর্শণ পায় নি। ফলে সুচিকিৎসা থেকে বরাবরই বঞ্চিত।
অভিযোগে বলা বলা হয়, ওই হাসপাতাল সংশ্লিষ্ট এলাকার লোকজন সুচিকিৎসার জন্য আসতে হয় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল। এ ক্ষেত্রে নবীগঞ্জ আসতে ক্ষেত্রবেধে ৪/৫শ টাকা আর হবিগঞ্জ আসতে ব্যয় হয় প্রায় ১ হাজার টাকা। চিকিৎসা ও ঔষধ খরচতো আছেই। যা একজন গরীব রোগীর পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়ে। ফলে অনেকে বিনা চিকিৎসায় আবার কেহ ভুল চিকিৎসায় শারীরিক ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।
এ অবস্থায় নিয়োগ প্রাপ্ত ডাঃ কাওছারকে হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করা অথবা অন্য একজন ডাক্তার নিয়োগ দেয়ার জন্য অভিযোগে দাবী জানানো হয়েছে।