Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ব্র্যাক সিড এর ধান কর্তন সহায়তা কর্মসূচি

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী লক্ষ্মীবাওড় হাওড়ে কৃষক ইমদাদুল হক এর জমিতে হাইব্রিড ধান শক্তি-৩ এর ফসল কর্তন অনুষ্ঠিত হয়। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টার প্রাইজ আয়োজিত ধান কর্তন সহায়তা কর্মসূচি স্থানীয় ডিলার, রির্টেইলার ও কৃষকগনকে নিয়ে পালন করা হয়। এই ধানের বিশেষ বৈশিষ্ট্য হল শীলা বৃষ্টি সহনশীল, শীষে চিটা হয়না, ধান ঝরে পড়েনা, শীষ লম্বা হয়, অন্য জাতের চেয়ে ফলন বেশি হয় এবং আগাম কাটা যায় এজন্য উপস্থিত কৃষক ও ডিলারগণ খুবই খুশি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এর জেনারেল ম্যানেজার আজিজুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার মনির হোসেন, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হাবিবুর রহমান, স্থানীয় বীজ ডিলার বানিয়াচংয়ের হোসেন আহমেদ, আজমিরীগঞ্জের সেইকুল ইসলাম, রসুলগঞ্জের রাজু আহমেদ, হবিগঞ্জ সদর এর হাজী রমজান আলী, তাজুল ইসলামসহ আরো উপস্থিত ছিলেন ৫-৬ জন রিটেইলার ও ২৫-৩০ জন স্থানীয় কৃষক। তারা সবাই শক্তি-৩ ধান দেখে পছন্দ করেন এবং বলেন শক্তি-৩ এই হাইব্রিড ধানের জাতটি হাওরের মানুষের স্বপ্ন পূরণ করেছে যা হাওরের মানুষের বহু প্রতীার পর ব্র্যাক সিড বাজারজাতকৃত এত ভাল জাতের হাইব্রিড ধান শক্তি-৩ তার পেয়েছেন। ১০বর্গ মিটার জমিতে ১২.৭৮ কেজি ফলন পাওয়া যায় অর্থাৎ প্রতি শতাংশে ১মনেরও বেশি ফলন পাওয়া যায়। শক্তি-৩ ধান আগামীতে সংশ্লিষ্ট ডিলারগণ বিক্রি করবেন ও স্থানীয় কৃষক তা চাষাবাদ করবেন এই প্রতিশ্রুতিও আশাবাদ ব্যক্ত করেন।