Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে লকডাউন নিশ্চিতকরণে চতুর্থ দিনেও উপজেলা প্রশাসনের অভিযান

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ১৭ এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবপুর উপজেলার বুল্লা বাজার, বানেশ্বর বাজার এবং নোয়াপাড়া বাজারে স্বাস্থ্যবিধি প্রতিপালন, রমজানে বাজার মনিটরিং এবং সরকারি নির্দেশনা পালনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, ২০১৮ অনুযায়ী ১০টি মামলায় ৩ হাজার ৪’শ টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করা, রমজানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না করার পরামর্শ প্রদানের পাশাপাশি ফ্রি মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছে। প্রশাসন কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এককভাবে জনগণকে সচেতন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা সচেতন হবো। দয়া করে করোনা নিয়ে সরকারি নির্দেশনা নিয়ে উপহাস না করে নিজেরা সচেতন হোন। আপনার সচেতনতায় হয়তো বেঁচে যাবে অনেক প্রাণ। তিনি জানান অভিযান অব্যাহত থাকবে।