Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে সরকারি খাল মাটি ভরাট করে জলাবদ্ধতা সৃষ্টি

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের পশু হাসপাতাল সংলগ্ন একটি সরকারি খালে মাটি ভরাট করে বসতভিটা নির্মাণ করে স্বাভাবিকভাবে গ্রামের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্ঠি করা হয়েছে। সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। প্রতিকার চেয়ে গ্রামবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন জুয়েল মিয়া।
জানা যায়, নগর গ্রাম থেকে পশু হাসপাতাল হয়ে উপজেলা পরিষদ ও বাজারগামী রাস্তায় খালের উপর দীর্ঘদিন পূর্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর একটি ছোট ব্রীজ নির্মাণ করে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়। ওই রাস্তা দিয়ে লোকজন আসা-যাওয়া করে থাকে। খাল দিয়ে গ্রামের পয়ঃনিষ্কাশন সহ পানি চলাচল করে থাকে। এদিকে একই গ্রামের বাসিন্দা মৃত- হানিফ উল্লাহর পুত্র বিল্লাল মিয়া ও নেকবর মিয়া বেশ কিছুদিন পূর্বে সরকারি কালভার্টের গোড়ায় মাটি ভরাট করে পানির স্বাভাবিক চলাচলে ব্যঘাত ঘটায়। এর কিছুদিন পর উক্ত কালভার্ট থেকে ১’শ থেকে দেড়’শ ফুট দূরে একই খালে মাটি ভরাট করে বসতভিটা নির্মাণ করে। এতে বসতঘর নির্মাণ করে বসবাস করার উদ্যোগ নিয়েছে। মৌখিকভাবে প্রতিবাদ করলেও আমলে নিচ্ছে না তারা। এতে গ্রামের স্বাভাবিক পানি চলাচলে বাঁধা পেয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগামী বর্ষা মৌসুমের পূর্বে যদি খালে ভরাটকৃত মাটি অপসারণ করা না হলে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে দূর্গন্ধ ছড়ানো সহ স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হওয়ার আশংখা করছে গ্রামবাসী। এ অবস্থা থেকে মুক্তি চায় নগর গ্রামবাসী।