Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চলন্ত সিএনজি থেকে ঝাপ দিয়ে ইজ্জত রক্ষা করলেন সাহেনা

চুনারুঘাট প্রতিনিধি ॥ শিশু সন্তানসহ সিএনজি থেকে ঝাপ দিয়ে ইজ্জত রক্ষা করলেন সাহেনা আক্তার (২৫) নামের এক মহিলা। এ ঘটনায় তিনি ও তার কন্যা জনি (৩) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শাকির মোহাম্মদ বাজারের কাছে। জনতা সিএনজি ড্রাইভার সহ অপর এক বখাটে যুবককে আটক করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে সোপর্দ করেছেন। এলাকাবাসী জানান, হলহলিয়া গ্রামের কিতাব আলীর স্ত্রী সাহেনা চুনারুঘাট আসার জন্য সতং বাজারে এসে একটি যাত্রীবাহী সিএনজিতে উঠেন। ড্রাইভার সাইফুল সিএনজিটি চুনারুঘাট অভিমুখে না গিয়ে শাকির মোহাম্মদ বাজারের দিকে রওয়ানা দেয়। এর কারণ জানতে চাইলে পাশের যুবকটি কোন ধরনের শোর চিৎকার করতে হুমকি দেয়। এতে ওই মহিলা ভয় পেয়ে যান। উপায়ান্তর না দেখে কোলের শিশুকে নিয়ে চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে পাশের একটি ক্ষেতে পড়ে যান। বিষয়টি পথচারীরা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। ঝাপ দেয়ার কারণ জানতে চাইলে ওই মহিলা বিষয়টি খুলে বলেন এলাকাবাসীর কাছে। এ সময় এলাকার বিক্ষুব্ধ লোকজন সিএনজি ড্রাইভার সাইফুল ও অজ্ঞাতনামা ওই যুবককে আটক করে চেয়ারম্যান অফিসে নিয়ে যান ও আহত সাহেনা ও কন্যা জনিকে চুনারুঘাট হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আঃ ওয়াহেদ মাষ্টার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি ভুল বুঝা-বুঝির মাঝে ঘটেছে।