Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের তরুন সমাজ সেবক মোফাজ্জল চৌধুরী ইমরানের আবারো অস্ত্রোপচার

স্টাফ রিপোার্টার ॥ হবিগঞ্জের তরুন সমাজ সেবক ইংল্যান্ড প্রবাসী মোফাজ্জল চৌধুরী ইমরান এর শরীরে আবারো অস্ত্রোপচার করা হয়েছে। ইংল্যান্ডের ওল্ডহামস্থ নর্থ শেফিল্ড জেনারেল হাসপাতালে গতকাল প্রায় সাড়ে ৩ ঘন্টা অস্ত্রোপচার শেষে ওয়ার্ডে দেয়া হয়। মোফাজ্জল চৌধুরী ইমরান ফেসবুক মেসেজে জানান, তিনি ভাল আছেন।


উল্লেখ্য, গরীব অসহায় মানুষদের কথা চিন্তা করে তাদের সাহায্য সহযোগিতা করার জন্য চেরেটি ফান্ড রাইজিং এর উদ্দেশ্যে বিভিন্ন এডভেন্সার মূলক বিষয়ে অংশ গ্রহন করে থাকে। যেমন স্কাই ডাইভ, দূর্গম পাহাড় আরোহন করা ইত্যাদি। তেমনি গত ২৩ ফেব্রুয়ারী চেরেটি ফান্ড সংগ্রহের উদ্দেশ্য নিয়ে ইংল্যান্ড এর ডেভনষ্টোন সংলগ্ন একটি উঁচু পাহাড় আরোহন করেন। তিনি সর্বোচ্চ চুড়ায় উঠতে সক্ষম হন। সেখান থেকে সে ফেসবুক লাইভ ভিডিও করেন। ঐ দিন ইংল্যান্ডে বৈরী আবহাওয়া ছিল। ঠান্ডা বাতাসের বেগ ছিল বিপদজনক। এমতাবস্থায় যখন তিনি উঁচু চুড়া থেকে নীচের দিকে নামতে চেষ্টা করেন তখন বাতাসের প্রচন্ড বেগের ধাক্কার কারণে নীজেকে সামলে রাখতে না পেরে পা পিছলে নীচে পড়ে যান। আশেপাশে থাকা লোকজন দেখে এ্যাম্বুল্যান্স ফোন করে। পরে ২ ঘন্টা ৫০ মিনিট সময় লাগিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে এবং হেলিকপ্টার এম্বুল্যান্সে করে নর্থ শেফিল্ড জেনারেল হাসপাতালে নিয়ে আসে। অনেক উচু থেকে পড়ায় তার পা ও সোল্ডারসহ শরীরের ১৪টি হাড্ডি ভেঙে যায়। মাথায় আঘাতের কারণে ব্রেইনেও আঘাত লাগে। ৮ ঘন্টারও বেশী সময় ধরে তার শরীরের বিভিন্ন অংশে অপারেশন করা হয়। এরপর প্রায় ৩ সপ্তাহ তিনি বেহুশ ছিলেন। পরে আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। শরীরে অতিরিক্ত আঘাতের কারণে এখনও তিনি বেশিরভাগ সময়ই বেহুশ অবস্থায় থাকেন। তার শরীরে আরো কয়েকটি অপারেশন বাকি রয়েছে। ২ ছেলে ও ২ মেয়ের জনক মোফাজ্জল চৌধুরী ইমরান তার সুস্থতার জন্য সকলের নিকট সবাই দোয়া কামনা করেছেন।