Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ডস্ ইউ.কে’র মিলন মেলা অনুষ্ঠিত

মো. ফখরুল আলম, লিভারপুল (যুক্তরাজ্যে) থেকে ॥ গত ৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের বার্মিংহামে হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ডের উদ্যোগে আয়োজিত মিলন মেলায় হাজারো মানুষের সমাগমে প্রাণের আনন্দে মেতে উঠেছিলেন হবিগঞ্জবাসী।
বার্মিংহামে হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ড তৃতীয় বারের মত আয়োজন করে ছিল এই মেলার। এই মিলন মেলার মধ্যে ছিল পুরোনো বন্ধুদের সাথে আড্ডা, গল্প গুজব, সাংস্কৃতিক অনুষ্টান সহ নানা আয়োজন। দুপুর ১ ঘটিকায় বার্মিংহামে স্থানীয় পিকাডেলি হলে আয়োজিত এই মিলন মেলায় উপস্থিত ছিলেন বৃটেনের বসবাসরত বিভিন্ন শহরের হবিগঞ্জ জেলার বাসিন্দারা।
দুলাল আশরাফ ও লিলি মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্টিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপহিমকত ছিলেন জন প্রশাসন মন্ত্রনালয়ের ডেপুটি সেক্রেটারী মো. শফিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন। চ্যানেল আই ইউরোপ এর এমডি রেজা আহমেদ ফয়সল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ড এর সভাপতি রানা মিয়া চৌধুরী ও সাধারন সম্পাদক এম এ মুনতাকিম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা ভয়েজ এর সম্পাদক মোহাম্মদ মারুফ, এড. দেওয়ান মিনহাজ গাজী, লর্ড মেয়র ফারুক প্রমুখ।
এক আনন্দ ঘন পরিবেশে মধ্যহ্ন ভোজের সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্টান উপভোগ করেন মিলন মেলায় আগত হবিগঞ্জবাসীরা। ‘হবিগঞ্জের রূপ’ নামে একটি প্রামান্য চিত্র মোক্তাদির ইবনে সালাম এর সম্পাদনায় পরিবেশিত হয়। নৃত্য, গান, ম্যাজিক সহ নানা সাংস্কৃতি দর্শকদের মন মাতিয়ে তোলে, গান পরিবেশন করেন ক্লোজ আপ ওয়ান এর জনপ্রিয় শিল্পী নোলক বাবু, প্রীতম, শিল্পী, সাজ্জাদ প্রমুখ।
অনুষ্টান শেষে র‌্যাফেল ড্র অনুষ্টিত হয়। মেলায় “উচ্ছ্বাস” নামে একটি স্মরনিকা প্রকাশ করা হয়। সৈয়দ ইকবাল এর সম্পাদনায় ও সহযোগী সম্পাদক হিসেবে ছিলেন জহিরুল হক শাকিল, ফখরুল আলম, জিয়া তালুকদার। মেলার প্রাণ ফিরে পেয়েছে প্রবাসে বসবাসরত হবিগঞ্জীদের একত্রিত হওয়ার ফলে। অনেকই পুরোনো বন্ধু বান্ধবদের দেখা পেয়ে আবেগ ঘন পরিবেশ সৃষ্টি করে তোলেন। মিলন মেলায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, এনটিভি ইউরোপের এমডি মোস্তাফা সারোয়ার বাবু।
মেলায় মানচেষ্টার থেকে বুলবুল আহমেদ, বাহার আহমেদ, এড. মীর গোলাম মোস্তফা, এম বি ই গোলাম মোস্তফা চৌধুরী, মীর বাদল সহ বেশ কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লন্ডন থেকে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর সভাপতি এম. এ আজিজ, সাধারণ সম্পাদক এম. মোকিত চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব গোলজার হোসেন বাবুল, মঞ্জরুল ইসলাম, বাকিবিল্লাহ জামাল সহ শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বার্মিংহামে হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ডের উদ্যোগে আয়োজিত মিলন মেলায় প্রবাসী হবিগঞ্জবাসীরা বিভিন্ন শহর থেকে স্ব-পরিবারে উপস্থিত হয়ে মেলাকে প্রাণবন্ত করে তোলেছেন। অতিথিদের হাতে ক্রেষ্ট তোলেদেন হবিগঞ্জ সোসাইটি মিডল্যান্ডের সভাপতি রানা মিয়া চৌধুরী ও এম এ মুনতাকিম সহ আয়োজকরা। দিনব্যাপী মেলায় আগত অতিথিরা প্রাণের আনন্দে মেতে উঠেছিলেন। অনেকই বন্ধু বান্ধবদের পেয়ে ছবি তোলে ব্যস্ত দিন কাটিয়েছেন।