Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে খাদ্য দ্রব্যে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষে ফরমালিন প্রতিরোধ সংক্রান্ত এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, এড. সুফিয়া আক্তার হেলেন, ওসি আব্দুল বাছেদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল ইসলাম মনু, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, জীবন কৃষ্ণ বণিক, ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, প্রেসক্লাব সভাপতি আলা উদ্দিন আল রনি, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম প্রমুখ। সভায় ফল ও মৎস্য ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ফল ও মৎস্য ব্যবসায়ীরা খাদ্য দ্রব্যে ফরমালিন ব্যবহার করবে না এবং মাধবপুরকে ফরমালিন মুক্ত রাখবে বলে হাত তুলে অঙ্গীকার করেন।