Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলের বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে বাবু এমপি- শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় পার্টি মানুষের জন্য কাজ করে যাচ্ছে

বাহুবল প্রতিনিধি ॥ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, বর্তমান মহাজোট সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে পর্যায়ক্রমে প্রতিটি গ্রাম বিদ্যুতায়ন করবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশ হিসেবে উন্নতি লাভ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় পার্টি গ্রামের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল কচুয়াদি গ্রামের আলোক সংযোগ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরও বলেন স্বাধীনতার ৪৩ বছর পর উক্ত গ্রাম বিদ্যুতায়ন হওয়ার গ্রামবাসীর সাথে আমি আনন্দিত। এ আনন্দ যাতে আমরা সবাই এক সাথে ভাগ করতে পারি এজন্য দলমত নির্বিশেষে সকলেই সহযোগিতা করতে হবে।
বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামের ৯০টি পরিবারের মধ্যে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন কচুযাদি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় কচুয়াদী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোক সংযোগ উৎসবের উদ্বোধনী অনুষ্টানে উজ্জল ভট্রাচার্য্যরে সভাপতিত্বে সাংবাদিক এম শামছুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল, হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জি এম রেজাউল হক, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নূর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, দৈনিক বর্তমানের সিনিয়র ষ্টাফ রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য্য, জেলা জাপার সাবেক সহ সভাপতি এম এ জলিল তালুকদার, উপজেলা জাপার যুগ্ম সাধারন সম্পাদক আমিনূল ইসলাম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক সবুজ, ৬নং মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়াল, সাবেক চেয়ারম্যান ডাঃ রমিজ আলী, লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, প্রভাষক আব্দুল হাই ভুইয়া, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান নানু, শ্রমিকলীগের আনোয়ার জাহিদ, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, কবির মেম্বার, জহিরুল হক মেম্বার, যুসংহতির নেতা মোঃ ফরিদ মিয়া প্রমূখ।