Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আব্দুল্লাহপুর গ্রামে জমি নিয়ে বিরোধ ॥ ৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হরিচন্দ্র রায়ের পুত্র অরুন রায় বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অভিযুক্তরা হচ্ছে-মৃত রাকেশ রায়ের পুত্র সুজিত রায় রতু, রানা রায় ও সুনিত রায়, রানা রায়ের স্ত্রী মিলন রায় ও কন্যা তুলি রায়।
মামলায় বলা হয়, আব্দুল্লাহপুর মৌজার জেএল নং-৪১, এসএ খতিয়ান নং-৩৬, এসএ ৯৮৪ ও ১০৪৭ নং দাগের দাগের ২.৩৪ শতকের মধ্যে ১৫ শতক ভূমি বাদী অরুন রায় ভোগ দখল করে আসছেন। ইদানিং অভিযুক্তরা জালিয়াতির আশ্রয় নিয়ে ওই ভূমি তাদের মালিকানা দাবী করে আমার ঘর ভেঙ্গে ভূমিটি তারা দখল করে নেবে বলে বিভিন্ন স্থানে প্রচার করে আসছে। এদিকে জরিপে ওই ভূমি জেলা প্রশাসকের নামে রেকর্ডভূক্ত হওয়ায় অরুন রায় বাদী হয়ে ল্যান্ড সার্ভে মামলা দায়ের করেছেন।
এ অবস্থায় অভিযুক্তরা ওই ভূমিতে যাতে প্রবেশ করতে না পারে সে জন্য মামলায় স্থায়ী নিষেধাজ্ঞাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।