Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের হাওরে শিলাবৃষ্টিতে ফসলের কোটি টাকার ক্ষয়ক্ষতি ॥ মাঠে না গিয়ে ক্ষতিগ্রস্থের তালিকা ॥ কৃষকদের ক্ষোভ

মখলিছ মিয়া, বানিযাচং থেকে ॥ বানিয়াচংয়ের হাওরে শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবার মধ্যরাতে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষককুল। গতকাল বানিয়াচংয়ের হাওর ঘুরে কৃষকদের সাথে আলাপকালে জানা যায়, খাকদার হাওর, গঙ্গাজল, শিমের আইল, নুরপুর, ভাড়েরা, পুরানবন, বড়গুলিয়া ও হার্ণির উত্তর হাওর, দৌলতপুর এর হাওর, বড়ইউড়ি, খাগাউড়াসহ বেশ কয়েকটি হাওরের কৃষকের বোরো জমিতে শিলাবৃষ্টির ফলে অধিকাংশ জমির ধানের চারাগুলো মাটিতে নুয়ে পড়েছে এবং জমির চারাগুলো নষ্ট হয়ে গেছে। যা থেকে ফসল হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। করোনায় বিপর্যস্ত কৃষক ক্ষতি পুষিয়ে নিতে এবার পতিত অনেক জমি চাষাবাদ এর আওতায় নিয়ে আসছিলেন। তাদের সেই স্বপ্ন এখন দুশ্চিন্তায় রূপ নিয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্র ছিল ৩৪ হাজার ৭শ ৩৫ হেক্টর তন্মধ্যে অর্জিত হয়েছে ৩৪ হাজার ৯শ ৩৫ হেক্টর। শিলাবৃষ্টিতে সরকারী হিসেবে অনুযায়ী ১নং উত্তর পূর্ব ইউনিয়ন, ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন, দৌলতপুর ইউনিয়ন, কাগাপাশা ইউনিয়ন, বড়ইউড়ি ইউনিয়ন এবং খাগাউড়া ইউনিয়নের হাওরের ১শ ১১ হেক্টর বোরো জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। টাকার পরিমানে ক্ষতির পরিমান হবে কোটি টাকার উপরে। তবে বেসরকারী হিসেবে ক্ষয়ক্ষতির পরিমান আরো ৩গুন বেশী হবে বলে জানিয়েছে হাওরপাড়ের কৃষকগণ। কৃষকদের অভিযোগ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক মাঠে না গিয়ে অনেকটা অফিসে বসেই তথ্য সংগ্রহ করেন। যার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষক অনেক সময় সরকারী সহায়তা থেকে বঞ্চিত হন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকযেন সরকারী সহায়তা পায় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।