Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। বিশেষ করে বানিয়াচং, বাহুবল, নবীগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর ও লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার দিবাগত ভোররাতে জেলার বিভিন্ন স্থানে ঝড়-হাওয়ার সাথে প্রায় ২ ঘণ্টা বৃষ্টি হয়। এর মধ্যে ৭ মিনিট শিলাবৃষ্টি পড়ে। শিলাবৃষ্টির আঘাতে মাটির সঙ্গে নুয়ে পড়েছে উঠতি ফসল গম, মসুর ডাল, ভুট্টা, পেঁয়াজ, রসুন, ধানসহ বিভিন্ন ফসল ও সবজি। এদিকে ফসলের পাশাপাশি বাগান এলাকার কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক অসহায় পরিবারের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে হঠাৎ শুরু হওয়া এই শিলাবৃষ্টি ৭-৮ মিনিট স্থায়ী হয়। হবিগঞ্জ সদর উপজেলার আইয়ূব আলী বলেন, বোরো ফসল রোপণ মাত্র শেষ হয়েছে। এখন শিলা বৃষ্টিতে তেমন একটা ক্ষতি হবে না। যদি কয়েকদিন পর আবার শিলাবৃৃষ্টি হয়, তবে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। নবীগঞ্জের ইমামবাড়ী এলাকার এক কৃষক জানান, শিলাবৃষ্টিতে মাঠের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক বিঘা জমিতে মসুর ডাল ও গম চাষ করেছেন। মসুর ডাল ওঠানোর সময় হয়ে এসেছে। হঠাৎ শিলাবৃষ্টির কারণে সব ডাল ঝরে গেছে।
কৃষকরা জানায়, ঝড় ও শিলাবৃষ্টিতে মাঠের সব ধরনের ফসলের ক্ষতি হয়েছে। মাঠ থেকে ফসল আর বাড়িতে নেওয়ার মতো নেই। অনেকে দাবি করছেন, এ ধরনের ঝড় ও শিলাবৃষ্টি বিগত ২৫-৩০ বছরেও দেখেননি। কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) নয়ন মনি সূত্রধর জানান, শিলাবৃষ্টিতে বাহুবলে সবজির কিছু ক্ষতি হয়েছে। তবে অন্যান্য জায়গায় তেমন ক্ষতি হয়নি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. তমিজ উদ্দিন খান জানান, এ শিলাবৃষ্টিতে কৃষকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হননি।