Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের গোসাইপুরের পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ॥ আহত ৫

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গোসাইপুর এলাকায় পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ ৫ জন আহত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে দুই ঘণ্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে এলাকায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। দোকান পাট ও বাসা বাড়ির দরজা বন্ধ করে রাখেন লোকজন। পরে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে গোসাইপুর এলাকার কাউন্সিলর শেখ মোঃ নুর হোসেন গাজর মার্কা ও একই এলাকার এনামুল হক এনাম পাঞ্জাবী প্রতীক নিয়ে নির্বাচন করেন। এতে তারা উভয়ই পরাজিত হন। এরই জের ধরে তাদের সমর্থক গতকাল মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। শেখ নুর হোসেন জানান, এনামুল হক এনামসহ একদল লোক তার বাড়ি ঘরে হামলা চালায়। এ সময় তিনি বাড়ি ছিলেন না। অপরদিকে এনামের লোকজন জানান, নুর হোসেনের লোকজন প্রথম তাদের উপর হামলা চালায়। এতে সংঘর্ষ হলে কমপক্ষে ৫ জন আহত হয়। আহত অবস্থায় ওই এলাকার কুদরত উল্লার পুত্র নুর উল্লা (৩৫) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সদর ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।