Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস পালন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরী নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বানিয়াচং নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষ্যে স্থানীয় নির্বাচন অফিস চত্ত্বরে সকাল ১০টায় বেলুন উড়িয়ে ভোটার দিবস এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। পরে উপজেলা নির্বাচন অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার আরমান ভুঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জাফর ইকবাল চৌধুরী, সমবায় অফিসার সৈয়দ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাসুদ রানা বলেন, ভোটার তালিকা একটি চলমান প্রক্রিয়া। আপনার বয়স যে বছর ১লা জানুয়ারী ১৮ বছর হবে সেই বছরই আপনি ভোটার হতে পারবেন। ১ জন ভোটার কেবল একবারই ভোটার হতে পারবেন, একাধিকবার একাধিক স্থানে বা ভূল তথ্য দিয়ে ভোটার হলে ভোটারের আঙ্গুলের ছাপ ম্যাচিং এর মাধ্যমে দ্বৈত ভোটার সনাক্ত করা হবে। দ্বৈত ভোটার হলে বা একাধিক স্থানে মিথ্যা তথ্য দিয়ে ভোটার হলে ভোটারের সকল এনআইডি বাতিল হয়ে যাবে। একাধিকবার একাধিক স্থানে মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ।