Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট থেকে কুরিয়ারে পাচারকালে চা ও বোমা তৈরির পাউডার উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভারতীয় চোরাই পণ্য পুলিশে ধরিয়ে দেয়ার ঘটনায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। ৭ ঘণ্টা পর অবশেষে অভিযান চালিয়ে চা বাগান থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। পুলিশ দুইজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুনারুঘাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার পানু মোদক (২৮) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার সাথে থাকা ভাই চুনারুঘাটের পশ্চিম পাকুরিয়া গ্রামের মোহন মোদকের পুত্র উকিল মোদক জানান, দীর্ঘদিন ধরে তার ভাই সততার সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। ২৪ ফেব্রুয়ারি আশরাফুল ইসলাম জুয়েল নামে এক ব্যবসায়ী একটি প্যাকেট এনে কুরিয়ার করেন। প্যাকেটের প্রেরকের নাম হচ্ছে গ্রীণ এন্টার প্রাইজ চুনারুঘাট এবং প্রাপকের ঠিকানা দেয়া হয় ঢাকার একটি এন্টার প্রাইজকে। ওইদিন বিকালে চুনারুঘাট থেকে নতুন ব্রীজ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে প্যাকেটটি আসার পর তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে প্যাকেটটি খুলে দেখেন ভারতীয় চা পাতা ও বোমা তৈরির পাউডার। এ সময় তারা জুয়েলকে খবর দিলে সে এসে তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে চুনারুঘাট থানা পুলিশ এসে প্যাকেটটি জব্দ করে নিয়ে যায়। এ ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় তার ভাই পানু মোদককে চুনারুঘাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে অপহরণ করা হয়। বিষয়টি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চুনারুঘাট শাখার মালিক ফজলু মিয়া চুনারুঘাট থানায় খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে আমতলি কাপাইছড়া চা বাগান থেকে সন্ধ্যা ৬টায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পানু মোদককে উদ্ধার করে। অপর দিকে পুলিশ অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম জুয়েল ও সিএনজি চালককে আটক করেছে।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ছাড়া ভিকটিমের জ্ঞান ফিরলে জবানবন্দি নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।