Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষ্যে প্রশাসনের পরামর্শ সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি। এ লক্ষ্যে জেলা প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে পরামর্শ সভা করেছে। এ ছাড়া যে সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। তবে এ নির্বাচনে কোনো মোটর সাইকেল চলাচল করতে পারবে না। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান জানান, নিষেধাজ্ঞার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়ম অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার রাত ১২টা থেকে পরবর্তী ৩৬ ঘন্টা সকল প্রচার প্রচারণা মিছিল বন্ধ থাকবে। তবে নিয়ম অনুযায়ী সীমিত আকারে যানবাহন চলাচল করতে পারবে। এ নিষেধাজ্ঞা শুধুমাত্র হবিগঞ্জ পৌর এলাকায়। তবে এ্যাম্বুলেন্স এবং নির্বাচন অফিসের অনুমতি সাপেক্ষে প্রাইভেটকার, লাইটেস, নোহাসহ ছোট যানবাহন চলাচল পৌর এলাকার ভেতরে চলাচল করতে পারবে। তাছাড়া সীমিত আকারে যাত্রীবাহি যানবাহন চলাচল করবে। তবে ২৭ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত ৭২ ঘন্টা নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। এ আদেশ কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।