Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ওস্তাদ বাবর আলী খানের মৃত্যু বার্ষিকী আজ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সাবেক মিউজিক প্রডিউসার এবং হবিগঞ্জ সুরবিতান ললিত কলা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ওস্তাদ মোঃ বাবর আলী খানের ৩৬তম মৃত্যু বার্ষিকী আজ। প্রখ্যাত সঙ্গীত সাধক ওস্তাদ মোঃ বাবর আলী খান হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের এক সময়কার পরোধা ব্যক্তিত্ব ছিলেন। হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে মুখরিত করতে তিনি রেখেছেন বিশাল ভূমিকা। তাঁর বহু ছাত্র-ছাত্রী রেডিও, টেলিভিশনের নিয়মিত শিল্পী। অনন্য প্রতিভার অধিকারী ক্ষণজন্মা এ সঙ্গীত সাধক একইসাথে সঙ্গীতসহ বেশ কয়েকটি বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন। প্রয়াত খ্যাতিমান কন্ঠশিল্পী সুবীর নন্দীর সঙ্গীতে হাতেখড়ি হয়েছিল ওস্তাদ বাবর আলী খান-এর কাছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওস্তাদ বাবর আলী খান স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৯টায় শহরের রাজনগরস্থ পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও বাদ আসর কলেজ কোয়ার্টার জামে মসজিদে মিলাদ মাহফিল। এতে মরহুমের আত্মীয় স্বজন ও শুভাকাংখীবৃন্দকে আমন্ত্রণ জানানো যাচ্ছে।