Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ আহত ১০ ॥ হামলা ভাংচুর

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে একটি সড়ক দূর্ঘটনার কথাবার্তাকে কেন্দ্র করে দু’ দল লোকের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও চিকিৎসা করা হয়েছে। এরমধ্যে ২ জনের অবস্থা আশংখ্যাজনক। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ২ টার দিকে নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠ সংলগ্ন সিএনজি ষ্ট্যান্ডে একটি সড়ক দূর্ঘটনায় লুৎফুর রহমান বাবুল গুরুতর আহত ( পরর্বতীতে মৃত্যু) হওয়ার খবর পেয়ে বাবুলের নাতী ফরহাদ মিয়ার ছেলে মেহেদী মিয়া নসিমন চালককে না পেয়ে নিরাপরাধ জনৈক ব্যক্তিকে মারপিট করে। এ ঘটনার প্রতিবাদ করেন পিরিজপুর গ্রামের দুলু মিয়ার ছেলে রিয়ন মিয়া। এতে মেহেদী ও রিয়নের মধ্যে বাধানুবাধের এক পর্যায়ে মেহেদী মিয়ার পক্ষ নিয়ে টমটম ম্যানাজার ধনাই মিয়া, তার ভাতিজা ইমনসহ একদল লোক তর্কে জড়িয়ে পরে। এ সময় দুলু মিয়ার ছেলে রিয়ন মিয়া, ফরহাদ আহমদ রিপন, রুবেল মিয়া, নজরুল হকের ছেলে রুমেল মিয়া, পারছু মিয়াসহ ১০ জন আহত হয়। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিতে ইমন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন এবং পরিস্থিতি সামাল দেন। পরে দুলু মিয়ার ছেলে রিয়ন মিয়াসহ ৪/৫ জনের একদল যুবক ফরহাদ মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুর করে। এতে প্রায় ৪০/৫০ হাজার টাকার ক্ষতিগ্রস্থ হয়। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য মুরুব্বীয়ান আপোষে নিঃস্পত্তির উদ্যোগ নিলেও একটি বিশেষ মহলের চত্রছায়ায় তা নষ্ট হওয়ার পথে। ফলে এলাকায় উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে।