Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৯৮৩ সাল, সামরিক জান্তা স্বৈরাচার এরশাদ এর শিক্ষামন্ত্রী মজিদ খানের সাম্প্রদায়িক বাণিজ্যিকিকরণ ও সংকুচনমূলক শিক্ষানীতির বিরুদ্ধে গণমূখী শিক্ষার্থীর দাবিকে এই দিনে ছাত্র জনতা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করতে গেলে পুলিশ নির্বিচারে গুলি করে জাফর, জয়নাল, মোজাম্মেল, কাঞ্চন, দিপালী সাহা সহ ১১ জন শহীদ হন। শতাধিক নেতাকর্মী চরম নির্যাতনের শিকার হয়। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো ও স্বৈরাচারী কায়দায় শাসনকার্য পরিচালনাকারীদের বিরুদ্ধে ছাত্রজনতাকে জেগে উঠার আহবান জানিয়ে গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় বামপন্থী সংগঠন সমূহের উদ্যোগে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত হয়। কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও কমরেড জুনায়েদ আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- এড. রনধীর দাশ, মহিবুন্নূর চৌধুরী ইমরান, পীযুষ চক্রবর্তী, মোশারফ হোসেন খান শান্ত, এড. কামরুল ইসলাম, আবু হেনা মোস্তফা কামাল, এড. জিলু মিয়া, শাহ আশিকুর রহমান, হুমায়ুন খান, গোলাম সারওয়ার জাহান লিটন, সালাউদ্দিন সাইদ, রনজিত, শফিকুল ইসলাম।
সভায় বক্তাগণ বলেন- বহুজাতিক কোম্পানীর ব্যবসায়িক স্বার্থ হাসিলের লক্ষ্যে শফিক রেহমান এই দিনটিকে ভালবাসা দিবস ঘোষণা করেছে। মূলত সন্তান হারা মা, ভাই হারা বোন ও বাংলার ছাত্রজনতা এই দিনটিকে স্বৈরাচার পতন দিবস পালন করার মাধ্যমে প্রমাণিত হয় শহীদের আতœত্যাগ ছাত্রজনতা ভুলে নাই, কোনদিন ভুলবেও না।