Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিকদের অবহিতকরণ সভায় জেলা প্রশাসক জনসংখ্যার সমস্যা এখন দেশের প্রধান সমস্যা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ছোট পরিবার ধারণার উন্মেষ, পুষ্টি, এএনসি, পিএনসি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতেœর বিষয়ে দিনব্যাপী সাংবাদিকদের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় হবিগঞ্জের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও স্থানীয় পত্রিকার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। হবিগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূইয়া, রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের ডেসিমিরেশন অফিসার ফরিদা ইয়াসমিন, স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রব মোল্লা। বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, জনসংখ্যা সমস্যা এখন দেশের প্রধান সমস্যা এ সমস্যা সমাধান করতে না পারলে দেশের উন্নয়ন অগ্রগতি সব থমকে যাবে। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সীমাবদ্ধতার মধ্য দিয়েই আমাদেরকে লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে।