Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জনগণের সাথে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে-বিভাগীয় কমিশনার

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন, প্রশাসনের কর্মকর্তাগন হলেন প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের ট্যাক্সের টাকায় আমরা কর্মকর্তা-কর্মচারীগণ বেতন পাই। সেই জন্য জনগণের সাথে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী আচরণ ও ব্যবহার করতে হবে।
তিনি বলেন, করোনার সংকটে যেখানে বেসরকারি অনেক প্রতিষ্টান বন্ধ হয়ে যাচ্ছে এমন কি অনেকের বেতন-ভাতা বন্ধ রয়েছে সেখানে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীগণের বেতন বন্ধ হয় নাই।
বক্তব্যের শেষ পর্যায়ে বিভাগীয় কমিশনার কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ৯টা-৫টা সেবার মনোভাব নিয়ে মনোযোগ সহকারে কাজ করলে অনেক সমস্যার মধ্যেও আমরা দেশকে এগিয়ে নিতে পারবো।
গতকাল বুধবার সকালে বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার উপরোক্ত কথা বলেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, উপজেলা পোস্ট মাষ্টার লিটন চৌধুরী, বানিয়াচং উপস্বাস্থ্য কেন্দ্রের ডাঃ সজীব, ইউআরসি কর্মকর্তা জাহিদ তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া প্রমুখ।
সভাশেষে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, দু’টি ইউপি ডিজিটাল সেন্টার, আশ্রয়ন প্রকল্প, কাচারি অফিস, বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এরপূর্বে বানিয়াচং উপজেলা পরিষদে পৌছার পূর্বে পথিমধ্যে খানবাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয় ও জাতুকর্ণ পাড়ায় নির্মাণাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পরিদর্শন করেন।