Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের উমেদনগর এলাকায় হবিগঞ্জ পৌরপানি সরবরাহ প্রকল্পের আওতায়

স্টাফ রিপোর্টার ॥ শহরের উমেদনগর এলাকায় হবিগঞ্জ পৌরপানি সরবরাহ প্রকল্পের আওতায় লৌহ দুরীকরন প্লান্ট-৪ ও উৎপাদক নলকুপ স্থাপনের স্থান নির্ধারনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হবিগঞ্জ পৌরভবনে মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উমেদনগর এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন হবিগঞ্জ পৌরসভা ইউজিপ-৩ প্রকল্পের আওতায় পৌরএলাকায় পানি সরবরাহের প্রথম প্রকল্পটিই স্থাপন করা হবে। উমেদনগর এলকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে ওই এলাকায় পানি সরবরাহ প্রকল্প স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। উমেদনগর এলাকাবাসীর মতামত ও পরামর্শের ভিত্তিতে ওই প্রকল্পের স্থান নির্ধারনের জন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উমেদনগরের বিশিষ্ট মুরুব্বী সোনা মিয়া সর্দার, সাবেক পৌরকমিশনার মোঃ ফরিদ মিয়া, হাজী ইউনুস মিয়া, সাবেক পৌরকাউন্সিলর মোঃ মিজানুর রহমান, হাজী আব্দুর রহমান, হাজী ফুল মিয়া, আব্দুল হান্নান ফরিদ, এডভোকেট বজলুর রহমান, মফিজুল ইসলাম বাচ্চু, আফজাল হোসেন, মোঃ আব্দুল কদ্দুস মিয়া, আকবর হোসেন রেঞ্জার, বর্তমান পৌরকাউন্সিলর মোঃ আবুল হাসিম, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, পিয়ারা বেগম, সালমা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, প্রমুখ। সভায় উমেদনগর এলাকায় পানিসরবরাহ প্রকল্পের জন্য যথাযোগ্য স্থান নির্বাচনের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয। এ কমিটি আগামী রবিবারের মধ্যে ওই স্থান নির্বাচন করে রিপোর্ট করার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য হবিগঞ্জ পৌরসভা ইউজিপ-৩ প্রকল্পের আওতায় ১০ কোটি টাকা ব্যয়ে পৌরপানি সরবরাহ প্রকল্পের আওতায় লৌহ দুরীকরন প্লান্ট-৪ ও উৎপাদক নলকুপ স্থাপন করা হবে উমেদনগর এলাকায়।