Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে মানব পাচারকারী আজমানকে জেল হাজতে প্রেরণ

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে মানব পাচার মামলায় গতকাল সোমবার অভিযুক্ত ফেরারী আসামী মোঃ আজমান মিয়া (৫৫) হাজির হলে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের করা হয়েছে। আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাজীব আহমেদ তালুকদার এ আদেশ প্রদান করেন। মামলার বিবরনে জানা যায়, উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের মৃতঃ হাছেন আলীর পুত্র মানব পাচারকারী মোঃ আজমান মিয়া একই ইউনিয়নের উমেদনগর গ্রামের বাবুল মিয়ার পুত্র শাকিল মিয়া (২০) কে বিদেশে ভাল রোজী রোজগারের প্রলোভন দেখিয়ে আশ্বস্ত করেন। এ সময় আজমান মিয়া জানায় শাকিল কে সৌদি আরবে পাঠাতে ৫ লক্ষ তেষষ্ট্রি হাজার টাকা লাগবে। এতে শাকিলের ববা বাবুল মিয়া রাজী হয়ে আজমান মিয়ার কথামত প্রথমে পাসপোর্ট সহ গত ১১/১২/১৭ইং তারিখে ৫০ হাজার টাকা ও ৪/৪/১৮ ইং তারিখে সাড়ে ৪ লাখ টাকা প্রদান করার পর গত ১০/৬/১৮ তারিখে বাবুল মিয়ার পুত্র শাকিল মিয়া(২০) কে সৌদি আরবে পাঠায় আজমান মিয়া। এ সময় আরো ৬৩ হাজার টাকা ঢাকা প্রদান করার পর ফ্লাইট দেয় সৌদি আরবে। সৌদি যাওয়ার পর থেকে শাকিল মিয়া কে কোম্পানির লোক রিসিভ করতে আসেনি। এতে শাকিল মিয়ার মানবতার জীবন যাপন করতে থাকে। এ ব্যাপারে শাকিল মিয়ার পিতা বাবুল মিয়া গত ৭/৮/১৮ইং তারিখে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে ৫ জন কে আসামি করে মামলা দায়ের করলে আসামী আজমান মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত।