Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আদালতের আদেশ মানছে না এইচএন্ডএইচ এগ্রো ॥ মাধবপুরে ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক পোল্ট্রি খামার স্থাপন

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের ঘাস চাষের কথা বলে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গড়ে তুলা হচ্ছে পোল্টি খামার। জমির মালিকের সাথে কোন প্রকার আলাপ না করে জোরপূর্বকভাবে জমিনের আকার আকৃতি পরির্বতন করে পরিবেশ বিনষ্ট পোল্ট্রি খামার স্থাপন বন্ধ করতে মাননীয় অতিরিক্ত জেলা হাকিম আদালত গত ৮ ডিসেম্বর মামলা নং ৮৭১/২০ মাধব শান্তি ও দখল রক্ষায় ১৪৪ ধারা জারি করেন। কিন্তু এইচ এন্ড এইচ এগ্রো কর্তৃক উক্ত আদালতের ১৪৪ ধারা আদেশ ভঙ্গ করে পোল্টি খামার স্থাপনের মো: ফয়েজ মিয়া ও শামিম মিয়া ৭০-৮০ জন লোক নিয়ে গতকাল শনিবার সকাল ৭:০০ ঘটিকায় নির্মাণ কাজ শুরু করে। এ বিষয়ে কমলপুর হযরত শাহজালাল (র:) আলিম মারাসার অধ্যক্ষ আনিসুর রহমান আদিল জানায় প্রতিষ্ঠানের পাশে পরিবেশ বিনষ্ট পোল্ট্রি খামার স্থাপন বন্ধ করতে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষেকে অভিহিত করা হলে পুলিশ এসে ১৪৪ ধারা জারির্কত জমিতে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামিম বাহিনী পলায়ন করে। পুলিশ উক্ত কাজ বন্ধ করে দেয় কিন্ত একটু পরই মো: ফয়েজ মিয়া ও শামিম মিয়া ৭০-৮০ জন লোক নিয়ে আদালতের আদেশ অমান্য করে পুণরায় কাজ শুরু করে। জমি মালিক শরীফুর রহমান জানায় যে শামীম বাহিনীর লোকজন আমাকে প্রকাশে হত্যার হুমকী দেয় যেন উক্ত কাজের আশপাশে না আসি। এলাকাবাসীর সুত্রে জানা যায় শামিম বাহিনী এলাকায় মটর সাইকেলে বহিরাগত ভাড়া করা মান্তান নিয়ে মহরা দিচ্ছে এবং ঘোষনা করে যে আমাদের কাজে জমির মালিকসহ যারা বাধা দিবে তাকে প্রাণে মেরে ফেলব। এনিয়ে এলাকায় জনমনে আতংক বিরাজ করছে। এ বিয়য়ে মাধবপুর থানার পুলিশ ইনর্চাজ মো: ইকবাল হোসেন জানান, আমরা এবিষয়ে জানার পর ব্যবস্থা গ্রহণ করেছি।