Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গণপূর্ত বিভাগের পিয়ন মতিনের জাল সনদে চাকুরী ॥ তদন্ত প্রয়োজন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ গণপুর্ত বিভাগের সাবেক পিয়ন মোঃ আব্দুল মতিন জাল সার্টিফিকেট দিয়ে চাকুরী করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের কর্মরত বলে জানা গেছে।
সুত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ গ্রামের মৃত উলফত উল্লাহর পুত্র মোঃ আব্দুল মতিন প্রায় ২৫/৩০ বছর পূর্বে ৮ম শ্রেণি পাস সার্টিফিকেট দিয়ে হবিগঞ্জ গণপূর্ত বিভাগে চাকুরীতে যোগদান করেন। তিনি সদর উপজেলার সুকড়িপাড়া হাইস্কুল থেকে ৮ম শ্রেণী পাস যে সনদটি প্রদান করেছে তা জাল বলে জানা গেছে। ওই স্কুলের প্রধান শিক্ষক জানান সার্টিফিকেটটি ওই স্কুল থেকে ইস্যু করা হয়নি।
সূত্র মতে, আব্দুল মতিনকে অফিসের তথ্য পাচারের অভিযোগে বেশ কয়েক বার শোকজ নোটিশ করা হয়। পরে তাকে সুনামগঞ্জ গণপূর্ত বিভাগে বদলী করা হয়। একই অপরাধে গত ২২ জুন তাকে পুনরায় সুনামগঞ্জ বদলী করা হয়। এই আব্দুল মতিনের তথ্য ফাঁস ও জাল সনদ নিয়ে অন্যান্য কর্মচারীদের মাঝে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সবার একটাই প্রশ্ন ভূয়া সনদ দিয়ে চাকুরী করে সরকারের লাখ লাখ টাকার কি হবে? সচেতন মহল আব্দুল মতিনের সার্টিফিকেটটি যাচাই করে অবৈধভাবে গ্রহনকৃত বেতন সরকারী কোষাগারে ফেরত সহ তার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহনের দাবি সচেতন মহলের।