Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বর্ণাঢ্য কর্মজীবনের সমাপ্তি ট্রেনে অবসরে অধ্যক্ষ মোজাম্মেল হক

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ শিক্ষকতায় দীর্ঘ কর্ম জীবনের সমাপ্তি ট্রেনে শাহজালাল সরকারি কলেজ থেকে বিদায় নিলেন অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক। অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হকের শেষ কর্মদিবসে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। আলিমুদ্দিন যুবেদা কলেজ নবীগঞ্জে ১৯৮৭ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন মোহাম্মদ মোজাম্মেল হক। ১৯৮৯ সালে তিনি ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ কুমিল্লা ক্যান্টনমেন্টের যোগ দেন ১৯৯৩ সালে তিনি সৈয়দ সঈদ উদ্দিন মহাবিদ্যালয় মাধবপুরে যোগদান করেন। পরে তিনি ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সৈয়দ সৈঈদ উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি নরসিংদীর শিবপুরে আবদুল মান্নান ভূঁইয়া ডিগ্রী কলেজে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন সর্বশেষ ২৪ আগস্ট ২০১৩ মাধবপুরের মনতলা শাহজালাল সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং শাহজালার সরকারি কলেজ থেকেই তিনি কর্ম জীবনের সমাপ্তি টানেন। কর্মজীবনে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন অধ্যক্ষ মোজাম্মেল হক। করুণা কালীন সময়ের সংক্ষিপ্ত বিদায় অনুষ্ঠানে প্রথমেই কলেজের পক্ষ থেকে ওনাকে ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার দেওয়া হয়, পরে শাহজালাল সরকারি কলেজ ছাত্র কল্যাণ ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ওনাকে বিদায়ী ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়। উক্ত বিদায় অনুষ্ঠানে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মফিজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, সাবেক চেয়ারম্যান এহতেশামুল বর চৌধুরী দিপু, মাহবুবুর রহমান সোহাগ, বিশিষ্ট সমাজসেবক আবু তাহের, আব্দুস সামাদ সুমন, আক্তার হোসেন, কলেজ শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্ব কাওছার আহমেদ।