Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পোনা বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড ॥ ৫ কেজি মাছ জব্দ করে পুকুরে অবমুক্তি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পোনা মাছ বিক্রেতাদের বিরুদ্ধে অীবযান চালিয়ে ১ব্যক্তিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া ৫কেজি পোনা মাছ জব্দ করে পুকুরে অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে এক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নবীগঞ্জ শহরের মাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পোনা মাছ বিক্রেতারা দৌড়ে পালিয়ে যায়। এ সময় শহরের রাজনগর গ্রামের আফতর আলীর ছেলে ছনর মিয়াকে প্রায় ৫ কেজি পোনা মাছসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক দু’শত টাকা জরিমানা ও জব্দকৃত পোনা মাছ উপজেলা জামে মসজিদের পুকুরে অবমুক্তি করে তাকে ছেড়ে দেন। ভবিষ্যতে পোনা মাছ শিকার ও বিক্রী না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ সময় অন্যান্যের মাছে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাশ প্রমূখ।