Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ট্রাফিক পুলিশের চাঁদাবাজীর বিরুদ্ধে সিএনজি শ্রমিকের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চাঁদা দাবী করে শ্রমিক নেতাকে ট্রাফিক পুলিশের মারপিট এর প্রতিবাদে তিন ঘন্টা সড়ক অবরোধ করছে সিএনজি শ্রমিকরা। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত হবিগঞ্জ শহরের শায়েস্তানগর সিএনজি স্টেশন এলাকার প্রধান সড়ক অবরোধ করেন তাঁরা। তবে ট্রাফিক পুলিশ বলছে এখানে চাঁদা দাবীর কোন ঘটনা ঘটেনি। একটি নাম্বারবীহিন সিএনজি আটককে কেন্দ্র করে তাঁরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেছিলে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী, ট্রাফিক ইন্সপেক্টর অরুণ বিকাশ দেওয়ান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সাথে উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত হয়।
শ্রমিক নেতৃবৃন্দরা জানান, সম্প্রতি জাকির নামে হবিগঞ্জ জেলা সিএনজি সমিতির যুগ্ম সম্পাদককে মাসোহারা চাঁদার জন্য মারপিট করেন ট্রাফিকের টিএসআই খলিলুর রহমান। পরে বিষয়টি সিএনজি শ্রমিক নেতৃবৃন্দ জানতে পারলে তারা এর প্রতিবাদে সড়ক অবরোধ করেন। এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর অরুন বিকাশ দেওয়ান জানান, রাস্তা বন্ধ ছিল। এখন স্বাভাবিক ভাবেই যানবাহন চলাচল করছে। শ্রমিককে মারধর করার কথা শুনেছি। কোন চাঁদ দাবীর কথা আমার জানা নেই। যদি এমন কিছু হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমার ট্রাফিক অফিস এবং সদস্যরা কোন প্রকার চাঁদা নেয় না। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।