Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে প্রয়োজন সমন্বিত প্রয়াস-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার অপরাধ দমনে বদ্ধ পরিকর। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেয়া হচ্ছে না। হবিগঞ্জও এর ব্যতিক্রম না। আমরা অপরাধ কমিয়ে আনতে সক্ষম হয়েছি। তবে বছরজুড়ে আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে প্রয়োজন প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত প্রয়াস। গতকাল সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় তিনি একথা বলেন। তিনি জেলা শহরে যানজটসহ সব ধরণের অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সভায় বক্তৃতা করেন।