Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বঙ্গবন্ধুর ভার্স্কয ভাঙ্গার প্রতিবাদ জানিয়েছেন হবিগঞ্জের সকল স্তরের সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ

স্টাফ রিপোর্টার ॥ ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এ প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্কয ভাঙ্গার প্রতিবাদ জানিয়েছেন হবিগঞ্জের সকল স্তরের সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। গতকাল শনিবার সকালে হবিগঞ্জ শহরের কালেক্টরেট প্রাঙ্গণে বিচার বিভাগ ও জেলা প্রশাসনসহ সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, অতিরিক্ত ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জিয়া উদ্দিন মাহমুদ, হালিম উল্ল্যা চৌধুরী, সুদীপ্ত দাস, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম ও সরকারি বৃন্দাবন কলেজের অধ্য দেওয়ান জামাল উদ্দিন প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন আমাদের অস্তিত্ব এবং স্বাধীনতার বিমূর্ত প্রতীক। আমাদেরকে জাতির পিতার অনুভূতি হৃদয়ে ধারণ করতে হবে। আমরা জাতির পিতার সামান্য অসম্মান করতে দিব না। কেউ যদি সামান্য অসম্মানের চেষ্টা করে তাহলে আমরা এর দাতভাঙ্গা জবাব দিব। এ ছাড়াও সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।