Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ট্রাফিকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে ট্রাক শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে ট্রাকের বিরুদ্ধে মামলা দেয়ায় প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করেছেন ট্রাক চালক ও শ্রমিকরা। পরে শ্রমিক নেতৃবৃন্দ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ট্রাক চালক ও শ্রমিকদের অভিযোগ প্রায়ই কোর্ট স্টেশন ও নতুন স্টেডিয়াম সংলগ্ন বাইপাস সড়কে কতিপয় ট্রাফিক উৎপেতে থাকে এবং বিভিন্ন যানবাহনের চালক ও মালিকদের হয়রানি করা হয়। গতকাল শুক্রবার বিকেলে নতুন স্টেডিয়াম সংলগ্ন বাইপাস সড়কে বেশ কয়েকটি ট্রাক আটকানো হয় এবং এক ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়। এরই প্রতিবাদে শ্রমিকরা ওই সড়কে টায়ার জ¦ালিয়ে অবরোধ করে রাখেন। এতে ওই সড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে ট্রাফিক ইন্সপেক্টর ও শ্রমিক নেতা সজিব আলী ঘটনাস্থলে গিয়ে আলোচনার মাধ্যমে সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি শান্ত করেন।
চালকদের অভিযোগ, একটু ফাঁকফোকর পেলেই কতিপয় ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে। এ সব বন্ধ না হলে তারা আরও কঠিন কর্মসূচি দিবেন। এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়। গতকালও অন্যদের কাগজপত্র সঠিক থাকায় একটির বিরুদ্ধে মামলা দেয়া হয়। শ্রমিক নেতা সজিব আলী বলেন, ঘটনা শুনার সাথে সাথেই গিয়ে পরিস্থিতি শান্ত করি। প্রশাসনের সাথে আলোচনা করে পরবর্তীতে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।