Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে তেলবাহি ট্রেনের ইঞ্জিনসহ ৪ বগি লাইনচ্যুত ॥ সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

মাধবপুর প্রতিনিধি ॥ সিলেট-আখাউড়া রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুরের শাহজীবাজার আউটার সিগনালের কাছে গতকাল রবিবার দুপুরে তেলবাহি ট্রেনের ইঞ্জিনসহ চারটি বাগি লাইচ্যুত হয়ে পড়েছে। এতে সিলেটরুটে সকল ধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ র্দূঘটনায় দুইটি তেলবাহি বগি উল্টে যায় এবং ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়। উল্টে যাওয়া তেলবাহি বগি থেকে তেল পড়া শুরু হলে এলাকার জনসাধারন তা নিতে হুমড়ি খেয়ে পড়েন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। বিকাল সোয়া ৪টার দিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। শাহজীবাজার রেলওয়ে ষ্টেশন মাষ্টার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি আখাউড়া থেকে সিলেট যাবার পথে শাহজীবাজার রেল স্টেশনে ডুকার আগে আউটারে ইঞ্জিনসহ চার বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দূর্ঘনার ফলে রেল লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের উপসহকারি প্রকৌশলী (পথ) মোঃ সাইফুল ইসলাম বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইচ্যুত বগি উদ্ধার করা হলে, ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তেলবাহি ট্রেনের ড্রাইভার হামিদ মিয়া বলেন, আখাউড়া থেকে ছেড়ে সিলেট যাবার পথে শাহজীবাজার রেলস্টেশনে ডুকার সময় রেললাইন পয়েন্টে ত্রুটি থাকার কারনে ট্রেনের দুইটি বগি উল্টে যায় এবং ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।