Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পেছনে ইন্ধন দাতাদের শাস্তির দাবিতে জেলা যুবলীগের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙার পেছনে ইন্ধন দাতাদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ শহরে জেলা যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। সেলিম বলেন, বঙ্গবন্ধু বিশ্বনেতা। তিনি বাঙালি জাতির জনক। পদ্মা, মেঘনা, যমুনা গৌরি যতদিন বহমান রবে ততদিন বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম থাকবে। দুস্কৃতিকারীরা বহুবার চেষ্টা করেছে জাতির পিতার নাম মুছে দিতে, কিন্তু পারেনি। ভবিষ্যতেও পারবে না। প্রত্যেক রাষ্ট্রেই তাদের জাতির পিতার ভাস্কর্য রয়েছে। ইসলাম প্রধান দেশগুলোও এর ব্যতিক্রম না। ভাস্কর্য ভাঙার পেছনে ইন্ধনদাতারা দেশ ও জাতির শত্রু। এদেরকে আইনের আওতায় না আনলে যুবলীগ কঠোর আন্দোলনে নামবে। হবিগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে। পরে চৌধুরী বাজার পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়। সভা পরিচালনা করেন জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ।
আরও বক্তব্য রাখেন, সহ সভাপতি শওকত আকবর সোহেল, এসএম আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ, সমাজকল্যাণ সম্পাদক মইন উদ্দিন চৌধুরী সুমন, ক্রীড়া সম্পাদক বদরুল আলম, পৌর যুবলীগ আহবায়ক ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, সদর উপজেলা আহবায়ক তাজ উদ্দিন চেয়ারম্যান, পৌর যুবলীগ যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান, সদর উপজেলা যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক পল্লব কান্তি দাশ পংকজ, তাহমিনা গাজী প্রমুখ।