Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলের বৃন্দাবন চা বাগানে ছাটাই কার্যক্রম শুরু

বাহুবল প্রতিনিধি ॥ চা-বাগানগুলোতে এখন প্রুনিং (ছাটাই কার্যক্রম) শুরু হয়েছে। গাছের সুরার জন্য পর্যায়ক্রমে দু’তিন বছর পরপর এ কার্যক্রম চালানো হয়। তবে কেউ কেউ এটাকে কলম করা বলে। এতে করে সব চা-বাগানগুলোই সময়ের ব্যবধানে হয়ে উঠবে রু। থাকবে না সবুজের পাত্তা। চা গাছগুলো উপরের পাতা ও ডালগুলো কেটে ফেলা হবে। এতে সবুজহীন হয়ে গাছগুলো হবে ধূসর। প্রতিটি চা গাছ হরিণের শিংয়ের মতো খাঁড়া খাঁড়া ডালে পরিণত হবে। টিলার পর টিলা চা গাছগুলো ন্যাড়া ভঙ্গিমায় ওভাবেই ঠাঁয় দাঁড়িয়ে থাকবে। গতকাল শুক্রবার সকাল ১০টায় বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানে দোয়া মাহফিলের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দিন খাঁন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাগানের সহ-ব্যবস্থাপক উজ্জল সিনহা, সাজ্জাদুর রহমান, আব্দুস শহিদ, প্রভাষক মোঃ আলাউদ্দিন, হেড টিলা কার্ক বিজন ভট্টাচার্য্য, স্টোর কার্ক সালেহ আহমেদ সাগর, ইমাম আবুল হোসেন ও শামিম আহমেদ প্রমুখ।
উদ্বোধন শেষে তিনি বলেন, প্রতি বছর এই সময়কালেই শুরু হয় চা গাছের প্রুনিং কার্যক্রম। এতে করে চা-গাছের পছন্দসই আকৃতির জন্ম হয়। এর উদ্দেশ্য চা-গাছের দৈহিক বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা।