Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ আদালত এলাকায় পকেট চোরের উপদ্রব বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজ ও চীফ জুডিসিয়াল আদালতে পকেটমারের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কারো না কারো পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে পকেট চোররা। তাদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল মানুষ, আইনজীবি, আইনজীবি সহকারিরা। প্রতিদিনই একটি সংঘবদ্ধ চক্র এজলাসের দরজার সামনে ভিড় দেখতে পেলে উৎপেতে থাকে এবং কৌশলে পকেট কেটে টাকা পয়সা নিয়ে যায়। একাধিকবার জনতার হাতে আটক হয়ে অনেক ছিনতাইকারী কারাগারে গেলেও বেরিয়ে এসে আবারও একই পেশায় নিয়োজিত হয়ে পড়ছে। তাদের কারণে কোর্টে আসা বিচারপ্রার্থীসহ আইনজীবিরাও সর্বস্ব খোয়ানোর আতংকে ভুগছেন। গত মঙ্গলবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪র্থ তলায় আইনজীবি সহকারি সাহারাজ মিয়ার পকেট থেকে মানিব্যাগ ভর্তি ১০ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায় পকেট চোর। এর আগে এক কোর্ট স্টাফের সাথেও একই ঘটনা ঘটে। কোর্টে পকেটমারের তালিকায় রয়েছে হারুন, রহমত, মিজান, ফরিদ, মোঃ আলী ও ছাদিকুর রহমান মান্নাসহ কয়েকজন। ইতোমধ্যে ফরিদ, মিজান, রহমত ও মোঃ আলী পুলিশের হাতে আটক হয়েছে। কিন্তু বেরিয়ে এসে আবারও একই পেশায় জড়িয়ে পড়ছে। এ বিষয়ে সিনিয়র কয়েকজন আইনজীবি জানান, বিচারের স্থান আদালতে এসেও পকেটমারসহ টাউট বাটপারদের খপ্পরে পড়তে হচ্ছে বিচারপ্রার্থীদের। অনতি বিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন সিনিয়র আইনজীবিরা। কোর্ট ইন্সপেক্টর জানান, বিষয়টি শুনেছি, অবশ্যই পকেটমারদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেয়া হবে।