Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিউ লাইফ ফিজিওথেরাপীকে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নিউ লাইফ ফিজিওথেরাপী এন্ড রিহেবিলিটেশন নামক সেন্টারে ডাক্তার পদবী না থাকা সত্ত্বেও ব্যবহার, ঘষামাজা মূল্যতালিকসহ অন্যান্য অভিযোগে প্রতিষ্ঠান মালিককে ১ল টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ ও শামসুদ্দিন মোঃ রেজা।
এছাড়া জেলা শহরের রাজনগর এলাকায় রাস্তার উপর বালু ও পাথর রেখে যান চলাচলে বিঘœ সৃষ্টি করায় এক ব্যক্তিকে ২হাজার টাকা জরিমানা করা হয়। এসময় শহরে অবৈধ রেজিস্ট্রেশনবিহীন টমটম চালনা, মাস্ক পরিধান না করা, অতিরিক্ত যাত্রীবোঝাই করে অটোবাইকে আরোহণ এবং সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মানায় দুইটি মামলায় ১হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে শহরের ঘাটিয়াবাজারের বাধন ও প্রিয় ছিটঘরে কাপড় পরিমাপে মিটারস্কেল ব্যবহার না করায় মোট ৫০হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ ওমর ফারুক ও বিএসটিআই পরিদর্শক মোঃ মাসুদ রানা।