Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের ৩শ বছরের পুরনো ঐতিহ্যবাহী ‘চানপাড়া জামে মসজিদ’কে সংস্কার ও সংরক্ষণে সংস্কৃতি প্রতিমন্ত্রীর কাছে আবেদন

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরের চানপাড়া এলাকায় অবস্থিত প্রায় ৩শত বছরের পুরনো মুসলিম সভ্যতার নিদর্শন ‘সোনা উল্লা জামে মসজিদ’ বা ‘চান্দপাড়া জামে মসজিদ’ কে প্রতœতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংস্কার ও সংরক্ষণ করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। একইসাথে মসজিদকে পর্যটন স্থান হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করা হয়েছে। মসজিদটির প্রতিষ্ঠাতার এক বংশধর মোঃ আব্দুর রেজ্জাক নামে এক ব্যক্তি এ আবেদন করেন। আবেদনটির অনুলিপি প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, হবিগঞ্জের জেলা প্রশাসক, কুমিল্লার প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, বানিয়াচংয়ের উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রেরণ করা হয়েছে। আবেদনের সাথে দৈনিক প্রভাকর ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার প্রতিবেদন সংযুক্তি হিসেবে দেয়া হয়। আবেদনের প্রেক্ষিতে জানা যায়, চান্দপাড়া জামে মসজিদটি প্রায় ১৭০০খ্রি. এর শেষের দিকে বানিয়াচংয়ের ধনাঢ্য ব্যক্তি আনোয়ার মোহাম্মদ এর ছেলে সোনা উল্লা ছোট এ নয়নাভিরাম মসজিদটি নির্মাণ করেন। বানিয়াচংয়ে যে কয়টি মুসলিম স্থাপত্য রয়েছে, এ মসজিদ তার একটি বলে প্রবীণ ব্যক্তিবর্গের অভিমত ব্যক্ত করেছেন। এখনো এ মসজিদে শত শত মুসল্লিরা নামাজ আদায় করছেন। দূর দূরান্ত থেকে লোকজন মসজিদটির নির্মাণশৈলি দেখে মুগ্ধ হন।
মসজিদটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। তাই খুব দ্রুত সংস্কার প্রয়োজন। সরকারের পূরাকীর্তি সংরক্ষণ অধিদপ্তর বা প্রতœতাত্ত্বিক নিদর্শন অধিদপ্তরের মাধ্যমে সংস্কার হলে ঐতিহাসিক এ স্থাপনাটি সংরক্ষিত থাকবে। সংস্কারের পর হবিগঞ্জ জেলার পর্যটন স্থান হিসেবে চানপাড়া জামে মসজিদকে তালিকাভুক্তির আবেদন করেছেন মো. রেজ্জাক মিয়া।
এ ব্যাপারে মো. রেজ্জাক মিয়া জানান, এ মসজিদ তার পূর্বপুরুষের হাতে নির্মিত হয়েছিল। মসজিদটি মুসলিম স্থাপত্যকলার একটি নিদর্শন হয়ে থাকতে পারে। কিন্তু এলাকার কিছু লোক ঐতিহাসিক এ স্থাপনাকে ভেঙে নতুন মসজিদ নির্মাণ করার পাঁয়তারা করছে। ওই লোকজনের কাছে এরকম একটি পূরাকীর্তি সংরক্ষণের কোন প্রয়োজনীয়তা অনুভব করছেন না। তাই দ্রুত সরকারী হস্তক্ষেপ প্রয়োজন।