Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আখাউড়া লাল বাজারে কুরআন শরীফ ও ধর্ম অবমাননার দায়ে সনেট সাহা নামের এক যুবকের বিরুদ্ধে মামলা

আখাউড়া প্রতিনিধি : বি-বাড়িয়া জেলার আখাউড়া উপজেলার লাল বাজারে কুরআন শরীফ ও ধর্ম অবমাননার জন্য সনেট সাহা নামের যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ”আখাউড়া ইসলামিয়া মাদ্রাসার” প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।
জানা যায় -গত ১৯ নভেম্বর বৃ্হস্প্রতিবার দিবা-গত সন্ধ্যায় আখাউড়া লাল বাজারের মেসার্স পরিমল স্টোর এর মালিকের পুত্র সনেট সাহার সাথে কিছু মাদ্রাসা ছাত্র ইসলামি জলসার বাৎসরিক মাহফিলের জন্য টাকা চাইলে সনেট সাহা তাদের সাথে খারাপ আচরণ করে এবং উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়।
বাক-বিতন্ডার এক পর্যায়ে সনেট সাহা মাদ্রাসা ছাত্রদের হাতে থাকা একজনের কুরআন শরীফ নিয়ে যায় এবং মাটিতে ফেলে দেয়। সনেট সাহা মাদ্রাসা ছাত্রদের লাঞ্চিত করে দোকান থেকে বের করে দেয়। ঘটনাটি এলাকা তথা মাদ্রাসায় খবর গেলে এলাকার মুসলমান জনতা ও মাদ্রাসার ছাত্ররা মিলে মিছিল সহকারে দোকানে আসলে দোকান তালা দিয়ে সনট সাহা পালিয়ে যায় । এ সময় উত্তেজিত জনতা পরিমল স্টোরসহ বাজারের আরো কিছু সংখ্যক দোকান ভাংচুর করে। তাৎক্ষণিক আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে আখাউড়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান বাদী হয়ে সনেট সাহাকে প্রধান আসামী করে শুক্রবার দুপুরে আখাউড়া থানায় কুরআন শরীফ ও ধর্ম অবমাননার মামলা করা হয়। সনেট সাহা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন এলাকার বিশিষ্টজন ও সুশীল সমাজ।