Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ৩শ বছরের পুরনো মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন ‘চান্দপাড়া জামে মসজিদ-কে সংস্কার ও সংরক্ষণের আবেদন

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরের চানপাড়া এলাকায় অবস্থিত প্রায় ৩শ বছরের পুরনো মুসলিম সভ্যতার নিদর্শন ‘সোনা উল্লা জামে মসজিদ’ বা ‘চান্দপাড়া জামে মসজিদ’ কে প্রতœতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে সংস্কার এবং পর্যটন স্থান হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করা হয়েছে। ওই এলাকার মৃত হাজী আনজব উল্লার ছেলে মোঃ আব্দুর রেজ্জাক নামে একজন এ বিষয়ে বানিয়াচং উপজেলা চেয়ারম্যানের কাছে এ আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে জানা যায়, চান্দপাড়া জামে মসজিদটি প্রায় ১৭০০ খ্রি. এর শেষের দিকে বানিয়াচংয়ের ধনাঢ্য ব্যক্তি আনোয়ার মোহাম্মদ এর ছেলে সোনা উল্লা ছোট এ নয়নাভিরাম মসজিদটি নির্মাণ করেন। বানিয়াচংয়ে যে কয়টি মুসলিম স্থাপত্য রয়েছে, এ মসজিদ তার একটি বলে প্রবীণ ব্যক্তিবর্গের অভিমত ব্যক্ত করেছেন। এখনো এ মসজিদে শত শত মুসল্লিা নামাজ আদায় করছেন। দূর দূরান্ত থেকে লোকজন মসজিদটির নির্মাণশৈলি দেখে মুগ্ধ হন।
মসজিদটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। তাই খুব দ্রুত সংস্কার প্রয়োজন। সরকারের পূরাকীর্তি সংরক্ষণ অধিদপ্তর বা প্রতœতাত্ত্বিক নিদর্শন অধিদপ্তরের মাধ্যমে সংস্কার হলে ঐতিহাসিক এ স্থাপনাটি সংরক্ষিত থাকবে। সংস্কারের পর হবিগঞ্জ জেলার পর্যটন স্থান হিসেবে চানপাড়া জামে মসজিদকে তালিকাভুক্তির আবেদন করেছেন মোঃ রেজ্জাক মিয়া।
এ ব্যাপারে মোঃ রেজ্জাক মিয়া জানান, এ মসজিদ তার পূর্বপুরুষের হাতে নির্মিত হয়েছিল। মসজিদটি মুসলিম স্থাপত্যকলার একটি নিদর্শন হয়ে থাকতে পারে। কিন্তু এলাকার কিছু লোক ঐতিহাসিক এ স্থাপনাকে ভেঙে নতুন মসজিদ নির্মাণ করার পাঁয়তারা করছে। ওই লোকজনের কাছে এরকম একটি পূরাকীর্তি সংরক্ষণের কোন প্রয়োজনীয়তা অনুভব করছেন না। তাই দ্রুত সরকারী হস্তক্ষেপ প্রয়োজন।